31. VVPAT কিসের সাথে সম্পর্কিত ?
– সাধারণ নির্বাচন
– মহাকাশ বিজ্ঞান
– উগ্রপন্থী কার্যকলাপ
– মোবাইল পরিষেবা
32. স্পঞ্জ কী?
– জীবাশ্ম
– জীবদেহ
– ছত্রাক
– উদ্ভিদ
33. বন্দিপুর অভয়রন্য কোথায় অবস্থিত?
– গুজরাট
– রাজস্থান
– উড়িশা
– কর্ণাটক
34. কিসের অভাব এর জন্য দুধ কে এখন সুষমাখাদ্য বলে না?
– ম্যাগনেসিয়াম ও ভিটামিন D
– লোহা ও ভিটামিন A
– ক্যালসিয়াম ও ভিটামিন C
– লোহা ও ভিটামিন C
35. Mirror : Reflection : : Water 😕
– Immersion
– Conduction
– Evaporation
– Refraction
দেখে নাও : ১০০টি General Knowledge in Bangla – MCQ – সেট ৭
36. চার অঙ্কের কোন বৃহতম সংখ্যাকে 3,5,7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1,3,5 এবং 7 অবশেষ এ থাকে?
– 9763
– 9765
– 9767
– 9764
37. নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?
– W
– N
– F
– A
( A is the only vowel here. )
38. ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হলেন?
– পিনাকী চন্দ্র ঘোষ
– আন্না হাজারে
– বিরাপ্পা মইলি
– এম এন ভেনকোট চিলয়া
39. সিরিজ টা সম্পূর্ণ করুন;
JAK, KBL, LCM, MDN,_____?
– JAK
– NEO
– MEN
– PEQ
40. শূন্যস্থান পূরণ করুন
Za5, Y4B, XC6, W3D______
– E7V
– V2E
– VE5
– VE7
এখানে 46 নম্বর প্রশ্নের উত্তর ভুল আছে৷ ওটা হবে First Information Report.
ধন্যবাদ । আমরা উত্তরটি ঠিক করে দিয়েছি ।