41. যদি AB মানে 25 হয়, BC মানে 57 হয় এবং BD মানে 58 হয়, তবে CADB=?
– 7825
– 5827
– 8752
– 2578
42. নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
– গ্রীষ্মকালীন অধিবেশন
– শীতকালীন অধিবেশন
– বাজেট অধিবেশন
– বর্ষাকালীন অধিবেশন
43. প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়?
– 12 জুন
– 5 জুলাই
– 25 জুন
– 5 জুন
44. দীপা কর্মকার অলিম্পিক এ কোন খেলায় অংশ গ্রহণ করেছিলেন?
– অ্যাথলেটিকস
– বক্সিং
– সাঁতার
– জিমন্যাস্টিক
45. একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের পক্রিয়াটির নাম হলো –
– ঊর্ধ্বপাতন
– ঘনীভবন
– অবক্ষেপন
– বাষ্পভবন
দেখে নাও : 100 Geography Questions Answers in Bengali
46. FIR এর সম্পূর্ণ নাম —
– First Investigation of Report
– First Incident Report
– First Information Report
– First Instance Report
47. PDF এর সম্পূর্ণ রূপ—
– Printable Documents Format
– Portable Document Format
– Printable Digital From
– Printable Digital Format
48. Change the voice of the following sentences:
” Who is creating this mess?”
– (A) By whom has this mess been created
– (B) By whom this mess is being created
– (C) Who has created this mess
– (D) By whom is this mess being created
49. একজন মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন , তার নাম—
– জাহানারা
– নূরজাহান
– রাজিয়া সুলতান
– মমতাজ মহল
50. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যাবস্থার কটি স্তর আছে?
– পাঁচ
– দুই
– তিন
– চার
এখানে 46 নম্বর প্রশ্নের উত্তর ভুল আছে৷ ওটা হবে First Information Report.
ধন্যবাদ । আমরা উত্তরটি ঠিক করে দিয়েছি ।