71. পেলেগ্রা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়?
– ভিটামিন C
– ভিটামিন B
– ভিটামিন B3
– ভিটামিন B13
72. স্যাডলার কমিশনের অপর নাম?
– ভারতীয় শিক্ষা কমিশন
– মাধ্যমিক শিক্ষা কমিশন
– কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন
– মধ্য শিক্ষা পর্ষদ
73. Paida কথাটির অর্থ?
– শিক্ষা
– শিক্ষক
– শিশু
– পাঠক্রম
74. ডিসলেক্সিয়া রোগটির জন্য দায়ী –
– আর্সেনিক
– ক্রামাইড
– পারদ
– সিসা
75. গেস্টাল্ট একটি ____ শব্দ?
– জাপান
– ভারতীয়
– আমেরিকান
– ফ্রান্স
এখানে 46 নম্বর প্রশ্নের উত্তর ভুল আছে৷ ওটা হবে First Information Report.
ধন্যবাদ । আমরা উত্তরটি ঠিক করে দিয়েছি ।