WBPSC Food SI Practice 2 : আজ আমরা WBPSC Food SI পরীক্ষার দ্বিতীয় প্রাকটিস সেট নিয়ে এসেছি। এই প্রাকটিস সেট গুলিতে সাধারণ জ্ঞানের ১০টি প্রশ্ন ও উত্তর দেওয়া থাকবে যেগুলি তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে । পরীক্ষার প্রশ্নগুলির মান রাখা হয়েছে এই পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রের প্রশ্নগুলির সাথে সামঞ্জস্য রেখে। প্রশ্নগুলির উত্তর নিচে দেওয়া রয়েছে ।
১ “রাইডার কাপ” কোন খেলার সাথে যুক্ত ?
(A) ফুটবল
(B) গল্ফ
(C) ব্যাডমিনটন
(D) ক্রিকেট
২. কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট “লেখ ( Writ )” জারি করতে পারে ?
(A) ১৩৯
(B) ২২৬
(C) ১৩৩
(D) ২২২
৩. সিলভারের রাসায়নিক সংকেত –
(A) Au
(B) Si
(C) Ag
(D) Og
৪. পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে –
(A) ৪ঠা জুলাই
(B) ৩য় জানুয়ারী
(C) ২১শে মার্চ
(D) ২৩শে সেপ্টেম্বর
৫. ভারতের প্রথম হাইকোর্ট কোনটি ?
(A) কলকাতা
(B) মাদ্রাজ
(C) মুম্বাই
(D) গুয়াহাটি
৬. ১৫ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল ?
(A) গান্ধীজি
(B) শেখ মজিবর রহমান
(C) ফুলন দেবী
(D) প্রমোদ ভেঙ্কটেশ মহাজন
৭. সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত ?
(A) সিলিকনের ভান্ডারের জন্য
(B) কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য
(C) নদী প্রকল্পের জন্য
(D) তৈল সংশোধনাগারের জন্য
৮. হর্ষবর্ধন তাঁর রাজধানী ______ থেকে ________ -এ স্থানান্তরিত করেছিলেন |
(A) দিল্লী, দেওগিরি
(B) কম্বোজ, কনৌজ
(C) বল্লভী, দিল্লী
(D) থানেশ্বর, কনৌজ
৯. ১৯০১ সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়নি ?
(A) রসায়ন
(B) পদার্থবিদ্যা
(C) অর্থনীতি
(D) শান্তি
১০. বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র ‘গান্ধী’ পরিচালনা করেছিলেন কে ?
(A) সত্যজিৎ রায়
(B) বেন কিংসলে
(C) মৃনাল সেন
(D) রিচার্ড এটেনবুরো
১১. নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট ?
(A) শ্রীলঙ্কা
(B) অস্ট্রেলিয়া
(C) ভারত
(D) নিউজিল্যান্ড
১২. পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী হল –
(A) আমেরিকা
(B) মেক্সিকো
(C) গুয়েতেমালা
(D) বলিভিয়া
১৩. জাতিসংঘ সংস্থা (UNO ) – এর সদর দপ্তর হল –
(A) হেগ
(B) জেনেভা
(C) প্যারিস
(D) নিউ ইয়র্ক
১৪. ওয়াটারলু কোথায় ?
(A) ইংল্যান্ড
(B) ফ্রান্স
(C) স্পেন
(D) বেলজিয়াম
১৫. “পোস্ট অফিস” বইটির লেখক কে ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(C) বি.সি. চ্যাটার্জী
(D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Also Check : WBPSC Food SI Practice Set 1 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
উত্তর –
- ১ : (B) গল্ফ
- ২ : (B) ২২৬
- ৩ : (C) Ag
- ৪ : (A) ৪ঠা জুলাই
- ৫ : (A) কলকাতা
- ৬ : (B) শেখ মজিবর রহমান
- ৭ : (B) কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য
- ৮ : (D) থানেশ্বর, কনৌজ
- ৯ : (C) অর্থনীতি
- ১০ : (D) রিচার্ড এটেনবুরো
- ১১ : (B) অস্ট্রেলিয়া
- ১২ : (B) মেক্সিকো
- ১৩ : (D) নিউ ইয়র্ক
- ১৪ : (D) বেলজিয়াম
- ১৫ : (A) রবীন্দ্রনাথ ঠাকুর