WBSSC Group C & Group D Practice Set in Bengali
১. পৃথিবীর বৃহত্তম রেলস্টেশনের নাম কি?
[A] নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল
[B] মস্কো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল
[C] ইয়াকোহামা গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল
[D] বেজিং গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল
উত্তর : [A] নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল
২. পৃথিবীর বৃহত্তম মালভুমির নাম কি?
[A] পামির মালভূমি
[B] ইউরোপিয়ান মালভূমি
[C] পাঙচু মালভূমি
[D] রাশিয়ান মালভুমি
উত্তর : [A] পামির মালভূমি
৩. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি?
[A] থর মরুভূমি
[B] রিহ্যান্ড মরুভূমি
[C] সাহারা মরুভূমি
[D] অ্যান্টার্কটিকা
উত্তর : [C] সাহারা মরুভূমি
৪. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
[A] অজয় কুমার মুখার্জি
[B] বিধান চন্দ্র রায়
[C] প্রফুল্ল চন্দ্র ঘোষ
[D] জ্যোতি বসু
উত্তর : [C] প্রফুল্ল চন্দ্র ঘোষ
৬. সারা ভারতে, বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে “Doctors’ Day” কবে পালিত হয়?
[A] ১ লা এপ্রিল
[B] ১ লা মে
[C] ১ লা জুন
[D] ১ লা জুলাই
উত্তর : [D] ১ লা জুলাই
৭. খড়গপুর IIT কত সালে স্থাপিত হয়?
[A] ১৯৫০ সালে
[B] ১৯৪৯ সালে
[C] ১৯৫৩ সালে
[D] ১৯৫১ সালে
উত্তর : [D] ১৯৫১ সালে
৮. নিম্নের কোনটি বিহারের লোকনৃত্য?
[A] কাঠপুতলি
[B] ঘুমুর
[C] চারকুলা
[D] ছাগবি
উত্তর : [A] কাঠপুতলি
৯. প্রথম চন্দ্রগুপ্ত কোন লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেন?
[A] কুবের নাগকে
[B] কুমার দেবীকে
[C] প্রভাবতী গুপ্তাকে
[D] অনন্ত দেবীকে
উত্তর : [B] কুমার দেবীকে
১০. সমুদ্র গুপ্তের বড় ভাইয়ের নাম কি?
[A] কচ্
[B] ভানু গুপ্ত
[C] বৈন গুপ্ত
[D] বুধ গুপ্ত
উত্তর : [A] কচ্