১১. গুপ্ত রাজাদের রাজশক্তির উৎস কি ছিলো?
[A] হাতি
[B] হরিণ
[C] জোড়া বলদ
[D] ঘোড়া
উত্তর : [D] ঘোড়া
১২. গুপ্ত যুগের কত গুলি লিপি এখনো পর্যন্ত আবিস্কার করা সম্ভব হয়েছে?
[A] 63 টি
[B] 42 টি
[C] 27 টি
[D] 21 টি
উত্তর : [B] 42 টি
১৩. “বিহু”- কোথাকার লোকনৃত্য?
[A] উত্তরপ্রদেশের
[B] রাজস্থানের
[C] অসমের
[D] গুজরাটের
উত্তর : [C] অসমের
১৪. কোন শিলালিপিতে কুমার গুপ্তকে একজন “মহারাজা”- বলা হয়েছে?
[A] ধনাইদাহ তাম্রশাসনে
[B] জুনাগড় শিলালিপিতে
[C] দেওপাড়া প্রশস্তিতে
[D] মাইনকুয়ার বুদ্ধিস্ট ইমেজ শিলালিপিতে
উত্তর : [D] মাইনকুয়ার বুদ্ধিস্ট ইমেজ শিলালিপিতে
১৫. বাংলার নবজাগরণের জনক কে ছিলেন?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[C] রাজা রামমোহন রায়
[D] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : [C] রাজা রামমোহন রায়
১৬. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থান্তরিত করা হয়?
[A] ১৯০৫ সালে
[B] ১৯১১ সালে
[C] ১৯১৭ সালে
[D] ১৯২৬ সালে
উত্তর : [B] ১৯১১ সালে
১৭. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি?
[A] ল্যাম্বার্ক হ্রদ
[B] কাস্পিয়ান সাগর
[C] উলার হ্রদ
[D] বৈকাল হ্রদ
উত্তর : [B] কাস্পিয়ান সাগর
১৮. পৃথিবীর বৃহত্তম বন্দরের নাম কি?
[A] মুম্বাই বন্দর
[B] কোচিন বন্দর
[C] নিউইয়র্ক বন্দর
[D] টেমস্ বন্দর
উত্তর : [C] নিউইয়র্ক বন্দর
১৯. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি?
[A] নেদারল্যান্ডস
[B] সুন্দরবন
[C] সৌদি আরব
[D] গ্রীন ল্যান্ড
উত্তর : [C] সৌদি আরব
২০. পৃথিবীর বৃহত্তম ফোয়ারার নাম কি?
[A] গ্র্যান্ড ল্যান্ড
[B] স্বয়ং পার্ক
[C] গ্রীন পার্ক
[D] গ্র্যান্ড পার্ক
উত্তর : [D] গ্র্যান্ড পার্ক