৩১. ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন করেছে?
[A] First Schedule
[B] Second Schedule
[C] Sixth Schedule
[D] Seventh Schedule
উত্তর : [D] Seventh Schedule
৩২. তানাকপুর হাইড্রোয়েলেট্রিক প্রজেক্ট কোন নদীর উপরে অবস্থিত?
[A] মহানন্দা
[B] কালি নদী
[C] তামসা
[D] রামগঙ্গা
উত্তর : [B] কালি নদী
৩৩. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপরে গড়ে উঠেছে?
[A] যমুনা
[B] রিহান্দ
[C] পুনপুন
[D] শতদ্রু
উত্তর : [D] শতদ্রু
৩৪. কোন নদীকে তিব্বতে “সাংপো”- বলে ডাকে হয়?
[A] যমুনা
[B] ব্রম্মপুত্রকে
[C] কোশীকে
[D] চম্বলকে
উত্তর : [B] ব্রম্মপুত্র
৩৫. গন্ডক /গণ্ডকী কোন রাজ্যে গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে?
[A] উত্তরাখণ্ডে গিয়ে
[B] বিহারে গিয়ে
[C] ঝাড়খণ্ডে
[D] ছত্রিশগড়ে গিয়ে
উত্তর : [B] বিহারে গিয়ে
৩৬. রামগঙ্গা উপনদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
[A] আরাবল্লি পর্বতশ্রেণী থেকে
[B] খাম্বাত উপসাগর থেকে
[C] দুধতালি পর্বতশ্রেণী থেকে
[D] গোতাল থেকে ,উত্তরপ্রদেশ
উত্তর : C) দুধতালি পর্বতশ্রেণী থেকে
৩৭. সমুদ্র গুপ্তের পর তার জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত মগধের সিংহাসনে বসেন এটি কি থেকে জানা যায়?
[A] মুদ্রারাক্ষস নাটক থেকে
[B] দেবীচন্দ্রগুপ্তম নাটক থেকে
[C] রামচরিত মানস থেকে
[D] মৃচ্ছ্কটিকম থেকে
উত্তর : [B] দেবীচন্দ্রগুপ্তম নাটক থেকে।
৩৮. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন?
[A] বৈন গুপ্ত
[B] ভানু গুপ্ত
[C] স্কন্দ গুপ্ত
[D] বিষ্ণু গুপ্ত
উত্তর : [D] বিষ্ণু গুপ্ত
৩৯. মৌর্য যুগে কৌটিল্যের অর্থশাস্ত্রের মতোই একটি পুস্তক গুপ্ত যুগে রচিত হয়। যাকে গুপ্তযুগের অর্থশাস্ত্র বলা হয়। পুস্তকটির নাম কি?
[A] নীতিসার
[B] বৃহৎ সংহিতা
[C] পঞ্চসিন্ধান্তিকা
[D] কথাসরিৎসাগর
উত্তর : [A] নীতিসার
৪০. “সারনাথ শিলালিপি”-কোন রাজার রচিত?
[A] হুন রাজার
[B] সাতবাহন
[C] প্রতাপাদিত্য
[D] যশোধর্মনের
উত্তর : [C] প্রতাপাদিত্য বা পাকাতাদিত্যের।