কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে

কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে তার একটি তালিকা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ভারতের ৮টি রাজ্যের ওপর দিয়ে এই রেখা গিয়েছে। এই রাজ্যগুলি হল – গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম ।

কর্কটক্রান্তি রেখা (Topic of Cancer )

দেখে নেওয়া যাক কর্কটক্রান্তি রেখা সম্পর্কিত কিছু তথ্য ।

  • কর্কটক্রান্তি রেখা বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।
  • রেখাটির দৈর্ঘ্য ৩৬,৭৮৭.৫৫৯ কিমি বলে ধরা হয় যদিও উপরোল্লিখিত কারণে এত সঠিক মাপ বলা সম্ভব নয়।
  • ১৭ টি দেশের মধ্যে দিয়ে এই কর্কটক্রান্তি রেখা যায়।
  • ভারতের ৮টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখে গিয়েছে। এই রাজ্যগুলি হল – গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।
  • মাহি নদীকে কর্কটক্রান্তি রেখা দু’বার অতিক্রম করে।

ভারতের কর্কটক্রান্তি রেখার অবস্থান

নং রাজ্য অবস্থান
গুজরাটজাসদান
রাজস্থানকালিনজর
মধ্যপ্রদেশশাজাপুর
ছত্তিসগড়সোনহাট
ঝাড়খণ্ডলোহরদাগা
পশ্চিমবঙ্গকৃষ্ণনগর
ত্রিপুরা উদয়পুর
মিজোরামচাম্পাই
Which district passes through the Tropic of Cancer?

এরকম আরও কিছু পোস্ট :

ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সীমান্তবর্তী রাজ্য সমূহ
Scroll to Top